Al-Kafirun

অবিশ্বাসী

0:00 / 0:00

قُلْ يَـٰٓأَيُّهَا ٱلْكَـٰفِرُونَ

বল, ‘হে কাফিররা!’

لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ

তোমরা যার ‘ইবাদাত কর, আমি তার ‘ইবাদাত করি না,

وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ

আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও,

وَلَآ أَنَا۠ عَابِدٌ مَّا عَبَدتُّمْ

আর আমি তার ‘ইবাদাতকারী নই তোমরা যার ‘ইবাদাত করে থাক,

وَلَآ أَنتُمْ عَـٰبِدُونَ مَآ أَعْبُدُ

আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও,

لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ

তোমাদের পথ ও পন্থা তোমাদের জন্য (সে পথে চলার পরিণতি তোমাদেরকেই ভোগ করতে হবে) আর আমার জন্য আমার পথ (যে সত্য পথে চলার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, এ পথ ছেড়ে আমি অন্য কোন পথ গ্রহণ করতে মোটেই প্রস্তুত নই)।