মহাসংকট
ٱلْقَارِعَةُ
মহা বিপদ
مَا ٱلْقَارِعَةُ
কী সেই মহা বিপদ?
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ
মহা বিপদ সম্পর্কে তুমি কী জান?
يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ
সে দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত
وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ
আর পর্বতগুলো হবে ধুনা রঙ্গিন পশমের মত।
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ
অতঃপর যার (সৎ কর্মের) পাল্লা ভারি হবে।
فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ
সে সুখী জীবন যাপন করবে।
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ
আর যার (সৎকর্মের) পাল্লা হালকা হবে,
فَأُمُّهُۥ هَاوِيَةٌ
(জাহান্নামের) অতলস্পর্শী গর্তই হবে তার বাসস্থান।
وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ
তুমি কি জান তা কী?
نَارٌ حَامِيَةٌۢ
জ্বলন্ত আগুন।