An-Nas

মানুষ জাতি

0:00 / 0:00

قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ

বল, ‘আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের,

مَلِكِ ٱلنَّاسِ

মানুষের অধিপতির,

إِلَـٰهِ ٱلنَّاسِ

মানুষের প্রকৃত ইলাহর,

مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ

যে নিজেকে লুকিয়ে রেখে বার বার এসে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হতে,

ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ

যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে

مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ

(এই কুমন্ত্রণাদাতা হচ্ছে) জিন্নের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে।