Az-Zalzalah

ভূমিকম্প

0:00 / 0:00

إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا

পৃথিবীকে যখন তার প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেয়া হবে,

وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا

পৃথিবী তার (ভেতরের যাবতীয়) বোঝা বাইরে নিক্ষেপ করবে,

وَقَالَ ٱلْإِنسَـٰنُ مَا لَهَا

এবং মানুষ বলবে ‘এর কী হয়েছে?’

يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا

সে দিন পৃথিবী তার (নিজের উপর সংঘটিত) বৃত্তান্ত বর্ণনা করবে,

بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا

কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন,

يَوْمَئِذٍ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا۟ أَعْمَـٰلَهُمْ

সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়,

فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥ

অতএব কেউ অণু পরিমাণও সৎ কাজ করলে সে তা দেখবে,

وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥ

আর কেউ অণু পরিমাণও অসৎ কাজ করলে সেও তা দেখবে।